প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নব্বই দশকের একজন নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নান্দনিক অভিনয় ও শৈল্পিক গুণে দর্শকের কাছে এখনও সমানভাবেই সমাদৃত এ তারকা। জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দীপা খন্দকার। প্রথম সিনেমাতে অভিনয় করেই দীপা বেশ প্রশংসিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবিটির নাম ‘পায়ের ছাপ’। এটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
দীপা খন্দকার বলেন, সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের নির্দেশনায় আবারও কাজ করার সুযোগ এলো, তা-ও আবার ছবিতে! গল্প এবং চরিত্র আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে । আমার প্রথম লটের কাজ শুরু হবে ২৮ ও ২৯ মে। আশা করছি ভালো কিছু হচ্ছে।
দীপা আরো জানান, ভালো গল্পে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে তিনি সিনেমাতেও নিয়মিত কাজ করতে আগ্রহী।
এদিকে এরই মধ্যে দীপা খন্দকার সম্প্রতি তিনটি বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করেছেন। পাশাপাশি তিনি পাঁচ বছর পর আবারও উপস্থাপনায় ফিরেছেন। নাগরিক টিভির ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ সিজন টু’ এবং তাসদিকের নির্দেশনায় ‘বাকেরখনি’ ধারাবাহিকে অভিনয় করছেন।
‘পায়ের ছাপ’ ছবিতে দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করবেন, লাক্স তারকা রাখি মাহবুবা, শিশুশিল্পী মায়মুনা ইসলাম, প্রাণ রায় চৌধুরী, রাজীব সালেহীন, দীপান্বীতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, শাহানা সুমি, গাজী আব্দুর নুর, তুষার খান, খলিলুর রহমান কাদরী সহ আরো অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।