Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচের জন্য হাহাকার জামালদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০০ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ তিন ম্যাচ খেলার আগে কোনো বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এতে বেশ হতাশ অধিনায়ক জামাল ভূঁইয়া সহ দলের অন্য খেলোয়াড়রা। গতকাল জাতীয় দলের অনুশীলন শেষে জামালের কন্ঠে ঝড়ে পড়লো সেই হতাশার সুর। তিনি বলেন, ‘সউদী যেতে না পেরে আমরা সবাই বেশ হতাশ। যেখানে বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগে কাতারে গিয়ে আফগানিস্তান ও ভারত প্রস্তুতি ম্যাচ খেলছে। সেখানে আমরা তা পারছি না। ওরা তো অনেক আগে পরিকল্পনা করছে, খেলছে। অথচ আমরা এখনো পরিকল্পনার মধ্যেই রয়েছি। যা সত্যিই দুঃখজনক।’
দক্ষিণ এশিয়ার ফুটবলে পরাশক্তি না হয়েও নেপাল বাছাইয়ে মাঠে নামার আগে ২৯ মে ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। সেখানে বাংলাদেশের ভরসা এখন ঘুরে ফিরে দেশের মাঠেই প্রিমিয়ার লিগের ক্লাব দল!
ক্লাব দলগুলোর চেয়ে বিদেশি কোনো দলই অনুশীলন ম্যাচের জন্য ভালো তা অকপটে স্বীকার করে জামাল ভূঁইয়া বলেন জামাল, ‘আমরা আগে বিদেশি দলগুলোর সঙ্গে খেলেছি। বিদেশি দলগুলোর সঙ্গে খেললে ভালো। প্রস্তুতির ঘাটতি পূরণ হয়।’
জাতীয় দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডের চাহিদা মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা করেছিল সউদী আরবে প্রস্তুতি ম্যাচ খেলাতে। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় সেই ম্যাচের আশা নেই বললেই চলে। এই প্রসঙ্গে লাল-সবুজের অধিনায়ক বলেন, ‘সউদীতে তো যাওয়া হচ্ছে না। এখন ঢাকাতেই অনুশীলন করতে হবে। প্রস্তুতি ম্যাচ খেলতে হবে ঘরোয়া সর্বোচ্চ লিগের দলের বিপক্ষে।’
সউদী যাওয়া হচ্ছে না জামাল সরাসরি জানালেও বাফুফে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। জাতীয় দলের ক্যাম্প শুরুর প্রথম দিন অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করছিলেন। তবে এক সপ্তাহের বেশি সময় অনুশীলন হওয়ার পর সেই আশাবাদ কাল সেভাবে ব্যক্ত করতে পারেননি তিনি। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ ছিলেন অধিনায়ক, ‘আগে প্র্যাকটিস ম্যাচ খেলি। তারপর দেখা যাক কোথায় ঘাটতি আছে।’ বর্তমান প্রেক্ষাপটে বিদেশি গিয়ে কোনো দলের বিপক্ষে জামালদের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। স্থানয়ী কোনো ক্লাব বা বিদেশি একাদশের সঙ্গেই এখন খেলতে হবে। এমন অনুশীলন ম্যাচ খেলে কি আফগানিস্তান বা ভারতকে হারানো সম্ভব ? এই প্রশ্নের উত্তরে জামাল ভূঁইয়া উল্টো প্রশ্ন রাখেন, ‘এটা কি প্লেয়ারদের দোষ? ফুটবলারদের দোষ না অবশ্যই। যারা ম্যাচ আয়োজন করে তারাই ভালো বলতে পারবে এ ব্যাপারে।’
ঘরোয়া লিগের দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে মন্দের ভালো হিসেবে দেখছেন মিডফিল্ডার বিপলু আহমেদ। তার কথায়, ‘সউদী আরব অথবা যে কোনো দেশে গিয়ে খেলতে পারলে ভালো হতো। আমাদের জানানো হয়েছে এখানে ম্যাচ আয়োজন হবে। সেটাও অনেকটা কাজে দেবে। আমরা নিজেদের অবস্থান অন্তত বুঝতে পারবো।’
এদিকে বাছাইয়ের বাকি তিন ম্যাচকে সামনে রেখে কৌশল নিয়ে কাজ শুরু করেছেন বাংলাদেশ কোচ জেমি। যা কাউকে জানাতে চাইছেন না তিনি। যে কারণে কালকের অনুশীলনে সাংবাদিকদের উপর খানিকটা বিধি নিষেধ আনলেন জেমি। শিষ্যদের নিয়ে এদিন কিছু বিশেষ সেশন করিয়েছেন তিনি। যার ভিডিও চিত্র ধারণ এবং ছবি তোলা বারণ ছিল। জাতীয় দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ প্রায়ই ক্লোজ ডোর অনুশীলন করাতেন। সাংবাদিকরা তা কাভার করতে পারতেন না। জেমি অবশ্য সেই পথে হাঁটেননি। তিনি সাংবাদিকদের অনুশীলন দেখার সুযোগ দিলেও তা ধারণ করতে দেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ