পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইসরাইলে বসবাসকারী ফিলিস্তিনিদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ কথা জানানো হয়েছে। গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ, তারা শেখ জাররাহ, আল আকসা ও গাজায় বিভিন্ন সমাবেশ বা প্রতিবাদ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মিডল ইস্ট আই জানায়, রোববার ইসরাইলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ইসরাইলি পুলিশ অন্তত ৫০০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। সোমবার ‘আইনশৃঙ্খলা’ নামের ওই অভিযান শুরু হয়। ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ওহানা এবং দেশটির পুলিশপ্রধান কোবি সাবতাই ওই অভিযান পরিকল্পনায় স্বাক্ষর করেছেন। ইসরাইলি পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ইসরাইলি পুলিশ এই গ্রেফতার অভিযান চালাচ্ছেন। গত ৯ মে থেকে সোমবার পর্যন্ত এক হাজার ৫৫০ জনের মতো ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনিদের গ্রেফতার করতে সোমবার রাতভর অভিযান চলছে বলেও জানায় ইসরাইলি পুলিশ। অপর দিকে, পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। করাচি শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গগনবিদারী সেøাগান দেয়। এ সময় তারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আন্তরিক সমর্থনের কথা ঘোষণা করে। ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম শহরের মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা এবং গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের কারণে পাকিস্তানের সর্বস্তরের জনগণ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে। গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্তে¡ও পাকিস্তানের করাচি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ইহুদিবাদী ইসরাইল এবং পশ্চিমা গণমাধ্যমরে মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে বলে মন্তব্য করার পর ইসরাইলপন্থী গণমাধ্যমগুলোতে যে সমালোচনা উঠেছে তাও পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। অবশ্য পাক পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য মুসলিম বিশ্বে ব্যাপক সমর্থন পেয়েছে।এ সম্পর্কে ইসলামবাদা সরকার বলছে, ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে পশ্চিমা গণমাধ্যমগুলো অসহায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী সেনাদের গণহত্যার বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে। আল-জাজিরা, মিডল ইস্ট আই, রয়টার্স, ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।