Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘুর্ণিঝড় ‘যশ’ আতংকে খুলনায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৭:৪৭ এএম

টানা ৫৯ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর চালু করার সরকারি নির্দেশ হলেও ঘুর্ণিঝড়ের ঝুঁকি এড়াতে মালিক পক্ষ টার্মিনালে নৌযান বেঁধে রেখেছে। যাত্রীরা সোমবার সারাদিন টার্মিনালে ভীড় করলেও রাত পর্যন্ত কোন নৌযানই গন্তব্যের উদ্দেশ্যে ছাড়েনি। দিনভর খুলনা টার্মিনালে বাঁধা ছিল দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের একাধিক নৌযান। অলস সময় কাটায় এ সব নৌযানের শ্রমিক ও কর্মচারীরা।

করোনা সংক্রমণ প্রতিরোধে ৪ এপ্রিল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিল।

সোমবার রাতে খুলনা লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে খুলনা-মদিনাবাদ, খুলনা-নীলডুমুর, খুলনা-কুড়িকাহুনিয়া রুটে এমএল ফারিয়া সাদিয়া, এমএল আল মদিনা-১, এমএল ওয়াটার কিং ৮, এমএল মুহুয়ীনাফি ও এমএল মোহামমদী লঞ্চসহ বেশ কয়েকটি লঞ্চ টার্মিনালে বাঁধা ছিল।

বিআইডাব্লিউটিএ খুলনা নদী বন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে দুুই নম্বর সর্তকতা সংকেত দেওয়া হয়েছে। এ সংকেত বাড়তে পারে। দুর্ঘটনা এড়াতে মালিক পক্ষ তাদের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

এমএল ফারিয়া সাদিয়া লঞ্চের কর্মচারী আলমগীর চৌধুরী জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় যাত্রীদের জীবনকে গুরুত্ব দিয়ে সাধারণত লঞ্চ চলাচল বন্ধ থাকে, ঘুর্ণিঝড় 'যশ' এর আশংকায় হওয়ায় আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ