Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নবাবগঞ্জে পুলিশের সাথে মাদক কারবারির সংঘর্ষ, আটক ৬

নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০১ এএম

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক কারবারীর হামলায় পুলিশের একজন এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে একাধিক মাদক মামলার পলাতক আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জয়জীত চন্দ্রকে আটক করার সময় নবাবগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান সহ আরও তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালায় সংঘবদ্ধ মাদক কারবারী ও তাদের স্বজনরা। এ সময় মাদক কারবারীদের হামলায় আহত হন আরও ৩ পুলিশ সদস্য।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংশেরহাটে শীর্ষ মাদক কারবারী জয়জীত চন্দ্রকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জয়জীত চন্দ্র পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে আটক করে। আটকের পর অন্যান্য মাদক কারবারী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে প্রায় শত জন জয়জীত চন্দ্রকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায় এতে ৪ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশের ওপর হামলাকারী জয়জীত চন্দ্রসহ ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার ডাংশেরহাট গ্রামের খোকা চন্দ্রের ছেলে সুখদেব চন্দ্র (৩৪)। একই গ্রামের সুশীল চন্দ্রের ছেলে শুপথ চন্দ্র (২০), দীন বন্ধুর ছেলে শুজয় চন্দ্র ও সুশীল চন্দ্রের স্ত্রী শ্রীমতী কৌশলা রানী (৪৫)। উপজেলা ডাংশের ঘাটের শীতেন চন্দ্রের স্ত্রী শ্রীমতী শান্তাবালা (৫০)।
পুলিশ মাদক কারবারী জয়জীত চন্দ্রকে তল্লাশী চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ১ মাস আগে মাদক মামলার আসামী জয়জীত চন্দ্রকে আটক করতে গেলে, জয়জীত চন্দ্র তার পোষা কুকুর দিয়ে পুলিশ সদস্যদের আক্রমণ করে এতে পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়। অপর দিকে আসামি জয়জীত পালিয়ে যায়, পরে জয়জীত চন্দ্রের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয় নি। তার দীর্ঘ দেড় মাস পর আবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে। মাদক মামলার প্রধান আসামি সহ প্রায় শত জন এস আই মশিউরসহ ৩ পুলিশ সদস্যের উপর হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ