Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০১ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ভাড়া নেয়া একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাত আনুমানিক ২টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের কোন ধরনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাঁধা ছিল। গলাতেও রশি পেঁচানো ছিল। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাড়ির মালিক মোসাম্মত শামসুন্নাহার জানান, গত ১৯ মে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয় ওই যুবক। ১ জুন তার স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম পূরণের কথা ছিল। কিন্তু ভাড়া নেয়ার পরের দিন থেকেই বাসায় থাকতে শুরু করে সে। ওই দিন বন্ধু পরিচয়ে আরও ৪ যুবক বাড়িতে আসে। তারাও তার সাথেই রুমে ছিল। শনিবার ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যায়। গত রোববার রাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে জানালায় উকি দেয় প্রতিবেশীরা।

জানালা দিয়ে ওই কক্ষের ভেতর লাশ দেখে থানায় খবর দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ