মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকে গণতন্ত্রপন্থী সক্রিয় কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা অনেক বেড়ে যাওয়ায় অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন বয়কটের আহবান জানানো হয়েছে। দুষ্কৃতকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকার প্রতিবাদ জানাতে এমন আহবান জানানো হয়। খবর এএফপি’র। ২০১৯ সালে সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ার পর থেকে ৭০ জনেরও বেশি সক্রিয় কর্মীকে হত্যা অথবা হত্যা প্রচেষ্টা ও অপহরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের প্রধান দাবির প্রেক্ষিতে ইরাকের বিভিন্ন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জুন পর্যন্ত এ আন্দোলন করা হয়। দেশটিতে গণতন্ত্রপন্থী কর্মীদের এ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা ইরাকে ইরানের প্রভাবের বিরুদ্ধেও বিক্ষোভ-সমাবেশ করে। এসব হামলার পেছনে কলকাঠি নাড়া ব্যক্তিরা অব্যাহতভাবে রেহাই পেয়ে যাওয়ায় আরো জোরালোভাবে নির্বাচন বয়কটের আহবান জানানো হয়। সরকারবিরোধী ক্যাম্পেইনার ইহাব আল-ওয়াজনি গত ৯ মে কারবালা নগরীতে এক বন্দুক হামলায় নিহত হওয়ার পর পদত্যাগ করেন আইনপ্রণেতা ফায়েক আল-শেখ আলী। কারবালা শিয়া অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র নগরী। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।