মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম রেকর্ড ছাড়িয়েছে। গত এপ্রিল থেকেই বাড়তে থাকে বাড়ির দাম। চলতি মাসে এসে তা অত্যন্ত দ্রুততার সঙ্গে বেড়ে যায়। খবর সিএনএন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের (এনএআর) এক প্রতিবেদন অনুসারে এপ্রিলে মধ্যবর্তী বিক্রয়ম‚ল্য ছিল ৩ লাখ ৪১ হাজার ৬০০ ডলার। ১৯৯৯ সাল থেকে এনএআর বাড়ির দামের তথ্য সংগ্রহ শুরু করেছে। সেই সময় থেকে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মধ্যবর্তী দাম। এসব বাড়ির মধ্যে রয়েছে একক পরিবারের জন্য বাড়ি, টাউনহোম, যৌথ মালিকানার বাড়ি ও সমবায় সমিতির বাড়ি। গত বছরের তুলনায় এ সব ধরনের বাড়ির দাম বেড়েছে অন্তত ১৯ শতাংশ। কেবল একক পরিবারের বসবাসের মতো বাড়িগুলোর দাম গত বছরের চেয়ে ২০ শতাংশ বেড়েছে। ১৯৭০ সালের পর এবারই প্রথম এ পরিমাণে বাড়ল একক পরিবারের বাসাবাড়ির দাম। দেশটিতে এখন গৃহঋণের সুদের হার অনেক কম। এটিও বাড়ি কেনার পরিমাণ বেড়ে যাওয়ার একটি কারণ। তবে দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বাড়ি বিক্রির হারও। এনএআরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৭ দিনে রেকর্ড পরিমাণ বাড়ি বিক্রি হয়েছে। এপ্রিলে ৮৮ শতাংশ বেশি বাড়ি বিক্রি হয়েছে। বাড়ি কেনা নিয়েও শুরু হয়েছে প্রতিযোগিতা। অনেকেই নগদ মূল্য পরিশোধ করে বাড়ি কিনে নিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন শহরের ভালো বাড়িগুলো নগদ ম‚ল্যে কিনতে মুখিয়ে আছেন বহু ক্রেতা। তাদের জন্য পিছিয়ে পড়ছেন প্রথমবার বাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করা ক্রেতারা। কারণ তারা হয়তো ঋণ নিয়ে বাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন। এনএআরের মুখ্য অর্থনীতিবিদ লরেন্স ইউন বলেন, বাড়ির দাম বেড়ে যাওয়ার পেছনেও রয়েছে এ প্রতিযোগিতার অবদান। প্রতিটি বাড়ি কেনার জন্য অন্তত পাঁচজন লাইনে থাকছেন। এদের মধ্যে এক-তৃতীয়াংশই নগদে ম‚ল্য পরিশোধ করতে চান। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।