নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সব প্রস্তুতি নেয়াই ছিল। লাগেজও গুছানো ছিল। শুধু বিমান বন্দরে রওয়ানা হওয়া বাকি। এরই মাঝে জানা গেল প্রস্তুতি ম্যাচ খেলতে সউদী আরবে যাওয়া হচ্ছেনা জামাল ভূঁইয়াদের! বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ খেলতে কাতার যাওয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার সকাল ১০টায় সউদী আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। কিন্তু এর কয়েক ঘন্টা আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, সউদী আরবে কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত কাগজ-পত্র হাতে না পাওয়ার কারণে জাতীয় দলের সেখানে যাওয়ার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। তাই দাম্মাম যাত্রা বাতিল হয়ে গেছে ব্রিটিশ কোচ জেমি ডে’র শিষ্যদের। ফলে বিমান বন্দরে যাত্রা নয়, গোছানো লাগেজ খালি করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়তে হয়েছে জাতীয় দলের ফুটবলারদের। এ ঘটনায় হতবাক লাল-সবুজের প্রধান কোচ জেমি ডে। তিনি বলেন, ‘জানি না কেন এমন হলো। সবকিছু বাফুফেই বলতে পারবে। তথ্যটি আমি সকালে জানলেও খুব হতাশ হয়েছি।’
সউদী আরবে বাংলাদেশ দলকে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে-তাও স্পষ্ট জানা ছিল না বাফুফের। এমনকি সউদী ফুটবল ফেডারেশনও তা জানায়নি। তবে বাফুফের দায়িত্বশীল সূত্র জানায়, দাম্মামে জামাল ভূঁইয়াদের কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তা সোমবার সকালেই জানানোর কথা ছিল সউদী ফুটবল ফেডারেশনের। কিন্তু তারা নির্ধারিত সময়ে তা জানায়নি। এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম সউদী আরবের উদ্দেশ্যে রওয়ানা হতে। কিন্তু সউদী থেকে কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত কাগজ-পত্র হাতে না পাওয়ায় আমাদের দাম্মাম যাওয়ার সূচী পরিবর্তন হয়েছে।’
পরিকল্পনা ছিল, ২৪ ফুটবলারকে নিয়ে সোমবার সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠবেন কোচ জেমি ডে। সউদী আরবে গিয়ে এক কিংবা দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতার যাবে জাতীয় দল। কিন্তু এখন নতুন করে তৈরি হওয়ার পরিস্থিতিতে হয়তো প্রস্তুতি ম্যাচ ছাড়াই নির্ধারিত তারিখেই ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে রওয়ানা হতে হবে জামাল ভূঁইয়াদের।
সউদী আরবে যাওয়া হয়নি। তাহলে অনুশীলন ম্যাচের কি হবে? আরেক দফা হতাশা প্রকাশ করে জেমি বলেন, ‘বাছাইয়ের ম্যাচ খেলার আগে আমাদের প্রস্তুতির ঘাটতি রয়ে গেল। অথচ বাকিরা আগেই কাতারে পৌঁছে গেছে। আগে যেতে পারলে ভাল হত।’ তিনি যোগ করেন, ‘২/৩ দিনের জন্য সউদী আরবে যাওয়া ঠিক হবে না। বরং আগেই কাতার চলে যাওয়া ভাল। তাহলে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া যাবে।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রায় ১২ লাখ টাকা খরচা করে কাতার এয়ারলাইন্সে দাম্মামের টিকিট কেটেছিল বাফুফে। তবে যেতে না পারলেও গচ্চা যায়নি টিকিটের অর্থ। বরং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারে যাওয়ার সময় সেই অর্থ সমন্বয় করবে এই বিমান সংস্থাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।