Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন আছেন চলচ্চিত্রের মজার মানুষ কাবিলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও মজার মানুষ হিসেবে পরিচিত কাবিলা গলার সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন। তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা চলচ্চিত্রে বেশ জনপ্রিয়তা পায়। তিনি একাধারে যেমন কমেডি চরিত্রে অভিনয় করেন, তেমনি ভিলেন চরিত্রেও অভিনয় করেন। পর্দায় তার উপস্থিতি দেখে দর্শক পুলকিত হন। জনপ্রিয় এ অভিনেতা এখন কেমন আছেন? তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। ২০১৩ সালে হেফাজত-পুলিশ সংঘর্ষে রাবার বুলেট গলায় বিদ্ধ হলে তার কণ্ঠ বিকল হয়। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজত ইসলাম বিক্ষোভ করছিল। ভোরবেলা মর্নিং ওয়াকে বের হই। এমন সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হঠাৎ একটা রাবার বুলেট আমার গলায় এসে লাগে। প্রাথমিকভাবে বাইরে থেকে ঠিক মনে হলেও পরে বুঝতে পারি গলার ভেতরে সমস্যা রয়ে গেছে। ভেতরে ঘা হয়ে গিয়েছিল। চিকিৎসা করতে গিয়ে ক্যানসার ধরা পড়ে। এরপর ব্যাংককে যাই উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসা হলেও এখনও কথা বলতে কষ্ট হয়। ফলে আমার চরিত্রে এখন আরেকজনকে কণ্ঠ দিতে হয়। কাবিলা ছিলেন মূলত একজন ফুটবলার। তাকে নজরুল হিসেবেই ক্লাব পাড়ায় সবাই চেনে। ১৯৮৮ সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম দিকে বিচিত্র গেটআপ নিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেলেও পরে কমেডিয়ান হিসেবে বেশি জনপ্রিয় হন। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তিনি অন্ধকার সিনেমায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবিলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ