Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলকে নিষিদ্ধের দাবিতে প্যারিসে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবার ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সহমর্মিতা প্রকাশ করেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত ও ফ্রান্স ফিলিস্তিন সংহতি সমিতি আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৪ হাজার লোক জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন বেঁচে থাকবে, ফিলিস্তিন বিজয়ী হবে’, এবং ‘ইসরাইল ঘাতক, ম্যাক্রন সহযোগী’ ইত্যাদি সেøাগান দেন। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ডও তুলে ধরেন। সেগুলোতে লেখা, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজায় বোমা হামলা বন্ধ করো’, ‘ইসরাইলকে নিষিদ্ধ করো’ ইত্যাদি। বর্ণবাদবিরোধী সমিতি, ইহুদিবাদবিরোধী ইহুদি গোষ্ঠীসহ বিভিন্ন এনজিওর কর্মীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এর আগে গত ১০ মে থেকে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত শুরু হয়। যেটি গত বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে। পরদিন শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে। টানা ১১ দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ৬৬ শিশু ও ৩৯ নারীসহ অন্তত ২৪৮ জন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার জন ফিলিস্তিনি নাগরিক। আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ