Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ সেই বরের লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:৩৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন বিয়ে করে নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর রোববার সকালে তার লাশ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল গতকাল শনিবার প্রায় ছয় ঘন্টা চেষ্টার পর না পেয়ে রোববার সকালে পুনরায় উদ্ধারের কাজ শুরু করে সকালে ব্রহ্মপুত্র নদে চররামমহন এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত রবিবার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নতুন বাজার এলাকার মো. হামিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২০) বিয়ে করেন পার্শবর্তী ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের চরমাদানি গ্রামের তরিকুল্লাহ এর মেয়েকে। বিয়ের পর শুক্রবার সকালে নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন বর শফিকুল। সেখানে বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে ভাইরা ভাইদেরকে নিয়ে গোসল করতে যান শনিবার বিকেলে। কিন্তু সেখানে হঠাৎ করে সফিকুল নিখোঁজ হয়। তারপর অনেক খুঁজাখুঁজির পর সফিকুল কে আর ফিরে পাওয়া যায়নি। এসময় নদী ছাড়াও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি শ্বশুরবাড়ির লোকজন। এ অবস্থায় খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ব্রহ্মপুত্র নদে খোঁজ করেও সন্ধান মেলেনি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, শনিবার উদ্ধারের চেষ্টা রাত ৯টা পর্যন্ত করেও সন্ধান পাওয়া যায়নি শফিকুলের। পরে রোববার পুনরায় আবার উদ্ধারের কাজ শুরু করলে এক পর্যায়ে নদীতে লাশ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ