মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে জেরুজালেমের ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। আর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় মানবিক ত্রাণ পাঠাতে দিতে হবে। গত ২০ মে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলোচনায় এসব কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করারও প্রয়োজন রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় সাম্প্রতিক সহিংসতার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া বার্তা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেন, আরব কিংবা ইহুদি যেই হোক ইসরাইলের সব নাগরিকের সঙ্গে সমান আচরণের ওপর জোর দেয় যুক্তরাষ্ট্র। জেরুজালেমে সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটানোর আহবান জানান তিনি। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি জনগণের নেতা হিসেবে মেনে নিতে নেতানিয়াহুর প্রতি আহবান জানান। মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেওয়ায় এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইসরাইলের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কোনও নড়চড় হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। জো বাইডেন বলেন, গাজায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর পুনর্র্নিমাণে অন্যান্য দেশের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র একটি বড় প্যাকেজ বাস্তবায়ন করবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।