Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কলাপাড়ায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৭:৫৫ পিএম

কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় ফিলিস্তিনদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার আছর নামাজবাদ নীলগঞ্জ ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে আজ এ বিক্ষোভ মিছিলটি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসর নামাজের পরপরই পাখিমারা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ইমাম সমিতির সদস্যরা।

এ সময় বিভিন্ন ধরনের স্লোগান ও নানা ধরনের লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। পাশাপাশি মুসলিম সংগঠনগুলোকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ