Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো আমেরিকার মিশিগানে স্থাপন হচ্ছে স্থায়ী শহিদ মিনার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৫:০৬ পিএম

আমেরিকার কোন সিটি বা স্টেটে প্রথম বারের মত ভাষা শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্থায়ী শহিদ মিনার নির্মাণ হতে যাচ্ছে। গত ২৫ এপ্রিল আমেরিকার মোটর সিটি খ্যাত মিশিগানের হ্যামট্রামিক সিটির হাই অফিসিয়ালরা বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে জায়গা নির্ধারণ করে প্রদান করা হয় আনুষ্ঠানিক ঘোষনা। অনুমতি প্রদান করা হয়। ১৯৫২ সালের ভাষা শহিদের সম্মাননার্থে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতির অংশ হিসেবে হ্যামট্রামিক জেসম্যান পার্কে শহিদ মিনারটি স্থাপনের অনুমতি প্রদান করেন হ্যামট্রামিক সিটি কাউন্সিল। বাংলাদেশ কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে হ্যামট্রামিক শহরে শহীদ মিনার স্থাপন করা হবে, এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ চলছে। ১৫ ফুট দৈর্ঘ্যর শহিদ মিনারটি প্রবাসী বাংলাদেশীরা সকলে মিলে তৈরী করবেন। এমনটিই জানান শহিদ মিনার বাস্তবায়নের নৈপথ্য থাকা ‘মিশিগান এক্সপ্রেস ট্রেন’ নামক জনপ্রিয় পেইজের নাজেল। শহীদ মিনার স্থাপনের অন্যতম কারিগর বদরুল হুদা নাজেল আশাবাদী আগামী ২০২২ সালের একুশে ফেব্রুয়ারীতে প্রথম বারের মত স্থায়ী শহিদ মিনারে মিশিগান বাসী অর্পন করতে পারবেন পুস্প স্তবক। বিভিন্ন সময় নানান ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন শহিদ মিনার তৈরীর চেষ্টা করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার সকল প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ যৌথ ভাবে চেষ্টা করেছেন। সকল প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়েছে মেয়র কারেন মাজেউস্কী ( (Mayor karen majewski) ) এবং সিটি ম্যানেজার কাটি অ্যাঙ্গেরির ( (City Manager Kathy Angerer) কে। সাথে সাথে উদ্যেক্তারা আরও ধন্যবাদ জানান, কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, কাউন্সিলম্যান সাদ আলমাসমারী, কাউন্সিলম্যান মোহাম্মদ আলসমিরি, ডাইরেক্টর অব কমিউনিটি সেফটি ম্যাক্স গারবারিনো (Max Garbarino) , মেয়র পদপ্রার্থী কামাল রহমান, কাউন্সিল ম্যান পদ প্রার্থী আরমানি সাদ, সাবেক কাউন্সিলম্যান আবু মুসাকে। শহিদ মিনারটির স্থপতি হিসাবে আছেন টুনু ইসলাম, কমিউনিটি একটিভিস্ট সাংবাদিক জুয়েল সাদাত। মিশিগানে বসবাস করেন ৭০ হাজার প্রবাসী। মিশিগানে বাংলাদেশ এভিনিউ রয়েছে, রয়েছে জাতির জনকের দুটো মূর‌্যাল। মিশিগান প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবী ছিল, স্থায়ী শহিদ মিনার, সকল প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় শহিদ মিনার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ