বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাটহাজারীতে দিনদুপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে সেমি পাকার দুটি বসতঘর। শুক্রবার সকাল ১১টার দিকে পৌর এলাকার কড়িয়ার দিঘিরপাড় এলাকা মেহেদী পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন, মৃত কবির আহাম্মদের পুত্র কাঠ মিস্ত্রি মোঃ মানিক ও মোঃ ফরিদ।
এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে মানিকের ঘরে আগুন লেগে যায়। শুষ্ক মৌসুম আর সেমিপাকা ঘর হওয়ায় মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। মানিকের ঘর পেরিয়ে ফরিদের ঘরেও আগুন লেগে যায়। এসময় পরিবারের সদস্যরা ঘরের কিছু আসবাবপত্র বের করতে পারলেও টিনের ছালসহ বাকীগুলো পুড়ে যায়। এদিকে সংবাদ পেয়েই হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে ফায়ার সার্ভিস রিসিপসন থেকে জানায়, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয় বলে জানান। এতে ক্ষয়-ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হবে বলে ধারনা করা হয়।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।