মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে করোনাভাইরাসে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার মানুষ মারা যাচ্ছে। আর এতে করে দেশটির স্বাস্থ্যখাত এক্কেবারে নাজুক অবস্থায় পড়েছে। লাশ দাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে শশানের কর্মীরা। গলে গলে পড়ছে চিত্রার লোহা।
এদিকে করোনাভাইরাসে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর দেশ ভারত। গত কয়েকদিনে সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েই চলেছে। অক্সিজেনের অভাবে হাসপাতালেই অনেকের মৃত্যু হচ্ছে। এসবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু তিন লাখ ছুঁই ছুঁই।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন। সবমিলিয়ে আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লাখ ৫ হাজার ৯০১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।