Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসম্ভবকে সম্ভব করেছে হামাস : দম্ভ গুঁড়িয়ে দিয়েছে ইহুদীদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৯:২৯ এএম

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা যে এবারের যুদ্ধে এতটা প্রতিরোধ গড়ে তুলবে এবং পাল্টা জবাবে কয়েক হাজার রকেট নিক্ষেপ করবে তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি ইসরাইলি বাহিনী। ফলে যে অহংকার ও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে তারা হামলা শুরু করেছিল, তা কয়েকদিনের মধ্যেই পাল্টা তির হয়ে বিঁধতে শুরু করে।

বাস্তবে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও পশ্চিমা মদদপুষ্ট পরাক্রমশালী ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন দীর্ঘ মেয়াদী যুদ্ধে হামাস জয় লাভ করবে।

এ বিষয়ে হামাসের বৈদেশিক রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি সামরিক বাহিনীর দম্ভ এবং মর্যাদা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার (পুনর্জাগরণ) কারণে আল-কুদসের জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। গাজা উপত্যকা আজ অসম্ভবকে সম্ভব করেছে।

তিনি আরও বলেন, অধিকৃত পশ্চিম তীর এবং আল-কুদস শহরের জনগণকেও ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে।

গত ১০ মে থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর টানা বোমাবর্ষণ শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ জন। এদের মধ্যে ৬৫ শিশুও রয়েছে।

বিপরীতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছে বিদেশিসহ মোট ১২ জন।



 

Show all comments
  • মোঃ শহিদুল ইসলাম ২১ মে, ২০২১, ১১:১৮ এএম says : 0
    আলহামদুলিল্লাহ। এটা ফিলিস্তিনি ভাইদের উপর আল্লাহ তায়ালার অপার রহমত। এখন খুব সাবধানে থাকতে হবে, যুদ্ধে পরাজিত হয়ে তারা টার্গেট কিলিং শুরু করতে পারে।
    Total Reply(0) Reply
  • Muhammad Rashed ২১ মে, ২০২১, ১১:২৫ এএম says : 1
    কিছু প্রশ্ন বারবার মনে আসতেছে, ভাবনা গুলো ভুল হলে জানাবেন। - ১ - ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিয়ে এত আনন্দ কেন হচ্ছে! বাইতুল মুকাদ্দাস কি ঈহুদী মুক্ত হয়ে গেছে? ফিলিস্তিনিরা কি ইসরাইলিদেরকে কি সেখান থেকে শেষ করে দিয়েছে? . ২ - এই সংঘর্ষ কি একেবারেই মিটে গেলো নাকি আবারও যে কোন সময়/বছর হতে পারে? . ৩ - যুদ্ধ বিরতি দ্বারা কি মুসলিমদের মেইন বিষয়ের সমাধান হয়েছে?
    Total Reply(0) Reply
  • Md Anwar Ahmed ২১ মে, ২০২১, ১১:২৭ এএম says : 0
    জো বাইডেন ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বলার পরও ইসরাইল যে তার কথার তোয়াক্কা না করেই ক্রমাগত গাজায় হামলা চাইলে অনেক নিরপরাধ ও বেসামরিক মানুষকে হত্যা করেছে, তারপরও সেখানে ন্যাটোর সৈন্য পাঠায়নি কেন?
    Total Reply(0) Reply
  • Nahid Hossain ২১ মে, ২০২১, ১১:২৭ এএম says : 0
    ধরে নিলাম যে, আন্তর্জাতিক চাপের মুখে কয়েকদিনের মধ্যে ২০১৪ সালের মতো ২০২১ সালেও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়ে সাময়িক যুদ্ধ বন্ধ করবে। কিন্তু এখানেই কি সমস্যার সমাধান শেষ হবে?
    Total Reply(0) Reply
  • Ikramul Sheikh ২১ মে, ২০২১, ১১:৩০ এএম says : 0
    ১৯৪৮ সাল থেকে যে ইসরাইল সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে বসতি স্থাপন করেই যাচ্ছে, তার কি বিচার হবে? এসবের বিচার না হলে কিছুদিন পর ইসরায়েল যে আবার যুদ্ধ বাধাবে না তার গ্যারান্টি কি?
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ কামাল হোসাইন ২১ মে, ২০২১, ১১:৩১ এএম says : 0
    পরাজয়ের চুড়ান্ত পর্যায় থেকে নিজেদের রক্ষা করেছে ইসরায়েল।
    Total Reply(0) Reply
  • Md Osim ২১ মে, ২০২১, ১১:৩১ এএম says : 0
    Congratulations
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ