Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরাইল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৮:৪৪ এএম

অবশেষে ১১তম দিনে এসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিল ইসরাইল। ১১ দিনের এ সংঘর্ষে গাজা উপত্যকায় অন্তত ২৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১০০ জন নারী ও শিশু। আর ২ শিশুসহ নিহত হয়েছে ১২ ইসরায়েলি।

ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। তবে কবে থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে সে সিদ্ধান্ত জানানো হয়নি।

বৃহস্পতিবার ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক শেষে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

ইসরাইলের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে মিসরের দেয়া দ্বিপক্ষীয় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন, যা পরবর্তীতে কার্যকর হবে। যুদ্ধবিরতিতে সমর্থন দেন চিফ অফ স্টাফ, অভ্যন্তরীণ সুরক্ষা সংস্থার প্রধান, গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং জাতীয় সুরক্ষা কাউন্সিলের প্রধান।

পরিস্থিতির ওপর এ সিদ্ধান্তের ধারাবাহিকতা নির্ভর করবে বলেও বিবৃতিতে বলা হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক দুই-এক দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছিলেন।

লেবাননের আল-মায়াদিন টিভিকে তিনি বলেন, ‘দুই-এক দিনের মধ্যেই যুদ্ধবিরতির বিষয়ে আমি আশাবাদী। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।’

১১ দিন ধরে চলা রক্তক্ষয়ী এ সংঘর্ষ থামাতে আন্তর্জাতিক চাপের মুখে ছিল দুই পক্ষই। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও দেশ সংঘাত থামাতে চাপ দিয়ে আসছিল।

চলমান সহিংসতা অবশ্যই থামাতে হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে বুধবার নেতানিয়াহুর সঙ্গে ফের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।



 

Show all comments
  • MokBul Hossen ২১ মে, ২০২১, ১১:২৬ এএম says : 0
    যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকা কি ইসরাইলে সামরিক সৈন্য পাঠাবে না?
    Total Reply(0) Reply
  • Akib Hasan Pavel ২১ মে, ২০২১, ১১:৩৪ এএম says : 0
    ইসরায়েলের কৌশলগত যুদ্ধবিরতি ঘোষনা। যেখানে আরব বিশ্বের সকল দেশ একত্রিত হওয়ার প্রক্রিয়া চলমান। এটি রুখতেই যুদ্ধবিরতির পথে ইসরায়েল। যুদ্ধবিরতি করলো মানে প্যালেস্টাইন চরমভাবে হারলো । এবার আরো শক্তি সঞ্চার করে ইসরেল মাঠে নামবে ।
    Total Reply(0) Reply
  • আল আমীন ২১ মে, ২০২১, ১২:০০ পিএম says : 0
    ফিলিস্তিনের যে ক্ষতি ইসরায়েল করেছে এবং মানুষগুলো মেরেছে তার ক্ষতিপূরণ কী হবে?
    Total Reply(0) Reply
  • আল আমীন ২১ মে, ২০২১, ১২:০১ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Biplop Hossain ২১ মে, ২০২১, ১২:০১ পিএম says : 0
    দখল ছাড়তে হবে
    Total Reply(0) Reply
  • Jalal Hosen ২১ মে, ২০২১, ১২:০২ পিএম says : 0
    এ বিজয় ধরে রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • Mohammed Belal ২১ মে, ২০২১, ১২:০৩ পিএম says : 0
    ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি ফেরাতে চাইলে হামাস সহ ইসরাইল বিরোধী বিভিন্ন স্বশস্ত্র গোষ্ঠীর উচিত যুদ্ধ বিরতি মেনে না নিয়ে ওই বদ ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার- সংকল্প প্রত্যয় ব্যক্ত করা।
    Total Reply(0) Reply
  • Rejaul Karim ২১ মে, ২০২১, ১২:৩২ পিএম says : 0
    উত্তম সিদ্ধান্ত,এই সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেওয়া যেতো তত সংঘর্ষ, প্রাণহানি কমানো যেতো। ফিলিস্তিনিদের একটা স্বাধীন ভূখণ্ড হোক সে আশা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ