মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভিনেত্রী সালমা হায়েক (৫৪) করোনায় আক্রান্ত হওয়ার পর গোপনেই লড়াই করেছেন। প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। অক্সিজেন দেয়া হয়েছিল। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে সালমা বলেছিলেন, মরতে হলে বাড়িতেই মরবো।
সালমা হায়েক স্বামী ফ্রাঁসিস হেনরি পিনাল্ট ও ১৩ বছর বয়সী মেয়ে ভ্যালেন্টিনাকে নিয়ে লন্ডনে বসবাস করছেন। এখানেই তিনি প্রথমদিকে করোনায় আক্রান্ত হন। এক পর্যায়ে বাড়িতেই একটি রুমের ভিতরে তিনি সাত সপ্তাহ আইসোলেশনে ছিলেন।
এই নায়িকাকে সর্বশেষ সংখ্যা ‘ভ্যারাইটি’ ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে। তিনি এতে বলেছেন, কিভাবে ভয়াবহতার সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি বলেছেন, ‘এক পর্যায়ে তো আমার চিকিৎসক আমাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুনয় জানালেন। কারণ, তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে আমি বলেছি, না আমি সেটা করবো না। আমি মরলে বাড়িতেই মরবো।’
সালমা হায়েক করোনা থেকে এখন মুক্ত। তবে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো এখনো রয়ে গেছে। বিষন্নতাবোধ করেন এবং শরীরে পর্যাপ্ত শক্তি পান না। তবু এ অবস্থা থেকে কাজে যোগ দিয়েছেন। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।