প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ইটার্নালস’ ফিল্মের ব্যাপক সাফল্যের পর মারভেল সিনেমাটিক ইউনিভার্স ( এমসিইউ) তাদের মহাবিশ্বে সালমা হায়েকের অপরিহার্যতা উপলব্ধি করেছে। আর তাতে তিনি এমসিইউর একাধিক ফিল্মে কাজ করার জন্য চুক্তি নিশ্চিত করেছেন। ‘ইটার্নালস’ বøকবাস্টার হবার পথে, এজাকের ভূমিকায় ৫৫ বছর বয়সী অভিনেত্রীকে মারভেল ভক্তদের মনে ধরেছে, সুতরাং ধারণা করাই যায় ‘ইটার্নালস’ আরও কয়েক পর্ব নিয়ে আসবে অন্তত চরিত্রগুলো সংশ্লিষ্ট হবে এমসিইউর ভবিষ্যতের পর্বগুলোতে। তবে তা একেবারে ধ্রুব সত্য নয়। ‘স্মলজি’র সেলিব্রিটি স্মল টক’ অনুষ্ঠানে সালমা বলেছেন : “আমি একাধিক ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়ে স্বাক্ষর করেছি, তবে তার মানে এই নয় যে তারা আমাকে ফিল্মে নেবেই।” তিনি জানান এমসিইউর গোপনীয়তার নীতির সঙ্গে তিনি খাপ খাইয়ে নেবার চেষ্টা করছেন। তিনি জানান তার চরম গোপনীয়তাবাদি। তিনি বলেন, ‘আমি কোনও পূর্বাভাস দিতে পারছি না, ব্যাপারটা মজার। ব্যাপারটি চরম। প্রথমে আমি স্তম্ভিত হয়ে পড়েছিলাম, পরে বুঝলাম এমন এক সমাজের অংশ হতে পারাটাও এক মজার অভিজ্ঞতা।’ মারভেলের ভক্তগোষ্ঠির সঙ্গেও মানিয়ে নিচ্ছেন সালমা। তিনি জানা প্রথমে তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন। তবে শেষে তিনি সামলে উঠেছেন। তিনি বলেন, ‘তারা শুরুতে আমাকে ভড়কে দিয়েছিল। কমিক কনে তাদের দেখে বুঝেছি কতটা একনিষ্ঠ ভক্ত। তারা মারভেল বিশ্বের সবটা জানতে আগ্রহী।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।