প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের ব্লকবাস্টার অ্যাকশন ফিল্ম ‘ডেসপেরাডো’তে আন্তোনিয়ো বান্দেরাসের নায়িকা ছিলেন মেক্সিকান সুন্দরী সালমা হায়েক। নব্বইয়ের দশকে তিনি সদ্য হাঁটতে শুরু করেছেন হলিউডে সেই সময় তাকে অনেকটা হাঁটতে সাহায্য করেছিলেন বলে হায়েক স্বীকার করেছেন আর বলেছেন তিনি একজন সত্যিকারের ভদ্রলোক। “আর, আমি যখন শুট করতে শুরু করেছিলাম, ফোঁপাতে শুরু করে দিই আর বলেছিলাম,’ আমি বুঝছি না কি করব, ঘাবড়ে গেছি’,” তিনি স্মরণ করেন। “আমার ভয়ের একটি কারণ ছিলেন আন্তোনিয়ো, তবে তিনি ছিলেন সত্যিকারের ভদ্রলোক আর বিনয়ী, আমরা এখনও ঘনিষ্ঠ বন্ধু- তিনি ছিলেন খুব মুক্তমনা। এটিও আমাকে ঘাবড়ে দিচ্ছিল, এর কোনও মানে ছিল না। সেসময় সে বলে,’এ মাই গড, আমার যাচ্ছেতাই বোধ হচ্ছে’। আর আমি ভীষণ বিব্রত হয়ে কাঁদতে শুরু করে দিয়েছিলাম,” তিনি বলেন। তিনি জানান পরিচালক রবার্ট রডরিগেজ এমন কিছু করতে বলেননি যাতে তিনি অস্বস্তি বোধ করেন। সালমা আরও জানান কান্না ছাড়া তিনি সহজে কোনও দৃশ্য সম্পন্ন করতে পারেননি। “আমি তোয়ালে হাতছাড়া করিনি। সবাই আমাকে হাসাতে অনেক চেষ্টা করেছে। আমি কান্না থামিয়ে দুই সেকেন্ড পর আবার কাঁদতে শুরু করতাম। তবে, আমরা কাজ শেষ করতে সক্ষম হয়েছিলাম। সেই সময় সবচেয়ে ভাল কিছু করায় আমরা সচেষ্ট ছিলাম,” সালমা এক পডকাস্ট সাক্ষাতকারে বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।