Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে ঘূর্ণিঝড় ‘তাওকতে’র জেরে প্রাণহানি বেড়ে ৯১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৩:৪৬ পিএম

ভারতে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত দেশটির তেল ও জ্বালানি বহনকারী জাহাজ ‘পি- থ্রি জিরো ফাইভে’র ৪৯ নাবিক নিখোঁজ রয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল বুধবার রাত পর্যন্ত নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার এবং বিমানের সহায়তায় মুম্বাই সাগর থেকে উদ্ধার করা হয় ৬ শতাধিক নাবিক ও ক্রুকে। তাদের ২৬ সহকর্মীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে তল্লাশি।
দক্ষিণ উপকূলীয় রাজ্যগুলো অতিক্রমের পর মহারাষ্ট্রে আঘাত হানে প্রবল পরাক্রমশালী টাউটি। সেসময় গভীর সমুদ্রে নোঙ্গর করা প্রাকৃতিক গ্যাস ও উত্তোলনকারী তিনটি জাহাজ পড়ে বিপদে। ঝড়ের তাণ্ডব থেকে তাদের রক্ষায় এগিয়ে যায় বিমান বাহিনী। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সামনে হয়নি শেষ রক্ষা। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ