Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে দুর্বৃত্তের আগুনে সুপারশপ পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ২:৩২ পিএম

ঝালকাঠিতে একটি সুপারশপে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শহরের বিকনা এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সুপারশপের মালিক। 

স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে সৈয়দ ট্রেডার্স নামে একটি সুপারশপে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করে। খবর পেয়ে সুপারশপের মালিক আবু মোসাদ্দেক আলী কবির লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ সুপারশপটি পুড়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেন। কি কারণে আগুন লেগেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ফায়ার সার্ভিস।

ব্যবসায়ী আবু মোসাদ্দেক আলী কবির বলেন, সুপারশপে অগ্নিনির্বাপকের ব্যবস্থা রয়েছে। আগুন লাগলে সয়ংক্রিয়ভাবে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যাবে। কিন্তু এর পরেও আমার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শত্রুতাবশত কেউ পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, অগ্নিকা-ের ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

SvjKvwV‡Z `ye©„‡Ëi Av¸‡b mycvikc cy‡o 40 jvL UvKvi ÿwZ

SvjKvwV †Rjv msev``vZv

SvjKvwV‡Z GKwU mycvik‡c `ye„©Ëiv Av¸b w`‡q cywo‡q w`‡q‡Q e‡j Awf‡hvM cvIqv †M‡Q| eyaevi iv‡Z kn‡ii weKbv GjvKvq G AwMœKv‡Ði NUbv N‡U| G‡Z 40 jvL UvKvi ÿwZ n‡q‡Q e‡j `vwe K‡i‡Qb mycvik‡ci gvwjK|

¯’vbxqiv Rvbvq, ivZ `yBUvi w`‡K ˆmq` †UªWvm© bv‡g GKwU mycvik‡c Av¸b †`L‡Z †c‡q ¯’vbxqiv wPrKvi ïiæ K‡i| Lei †c‡q mycvik‡ci gvwjK Avey †gvmv‡ÏK Avjx Kwei †jvKRb wb‡q Av¸b †bfv‡bvi †Póv K‡i| c‡i SvjKvwV dvqvi mvwf©‡mi GKwU BDwbU NÈve¨vcx †Póv Pvwj‡q Av¸b wbqš¿‡Y Av‡b| ZZÿ‡Y gvjvgvjmn mycvikcwU cy‡o hvq| G‡Z 40 jvL UvKvi ÿwZ n‡q‡Q e‡j IB e¨emvqx `vwe K‡ib| wK Kvi‡Y Av¸b †j‡M‡Q G e¨vcv‡i wbwðZ K‡i wKQz ej‡Z cvi‡Q bv dvqvi mvwf©m|

e¨emvqx Avey †gvmv‡ÏK Avjx Kwei e‡jb, mycvik‡c AwMœwbe©vc‡Ki e¨e¯’v i‡q‡Q| Av¸b jvM‡j mqswµqfv‡e we`y¨Z ms‡hvM eÜ n‡q hv‡e| wKš‘ Gi c‡iI Avgvi e¨emvcÖwZôvb Av¸‡b cy‡o †M‡Q| kÎæZvekZ †KD †c‡Uªvj w`‡q Av¸b awi‡q w`‡q‡Q e‡jI Awf‡hvM K‡ib wZwb| G NUbvq SvjKvwV _vbvq Awf‡hvM `v‡qi Kiv n‡q‡Q|

SvjKvwV _vbvi fvicÖvß Kg©KZ©v (Iwm) Lwjjyi ingvb Rvbvb, AwMœKv‡Ði NUbv Z`šÍ Kiv n‡”Q| NUbvi mZ¨Zv cvIqv †M‡j G e¨vcv‡i cÖ‡qvRbxq e¨e¯’v †bIqv n‡e|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ