মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুরু থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার সমর্থন জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সমর্থনে মার্কিন এই নীতির বিরোধীতা করে যাচ্ছেন ফিলিস্তিনি বংশোদ্ভুত মিশিগানের কংগ্রেস সদস্য রাশিদা তালিব। মঙ্গলবার এ ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে রীতিমতো তোপের মুখে ফেলেন এই আইনপ্রণেতা।
মঙ্গলবার বাইডেন মিশিগান রাজ্যের ডেট্রয়েটে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা পরিদর্শনে যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাশিদা তালিবসহ আরেকজন মিশিগানের কংগ্রেস প্রতিনিধি। সেখানে ইসরাইলী আগ্রাসন ও ফিলিস্তিনিদের দুরবস্থা দেখেও উপযুক্ত পদক্ষেপ না নেয়া ও সহিংসতা চলাকালে বিশাল অংকের অস্ত্র বিক্রির ইস্যু নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সাথে কথা বলেন তিনি।
ফিলিস্তিনে ইসরাইলের হামলা ইস্যুতে কিছু একটা করার আশ্বাস দিয়ে বাইডেন বলেন, ‘রাশিদা তালিবের বুদ্ধিমত্তার প্রসংশা না করলেই নয়। বহু মানুষের জন্য তার উদ্বেগ আবেগে আমি মুগ্ধ। প্রার্থনা আপনার পরিবার এই সহিংসতায় সুস্থ থাকুক ফিলিস্তিনে। প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিমতীরে যা ঘটছে, সামার্থানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’
এসময় তিনি রাশিদা তালিবের প্রসংশা করে বলেন, ‘রাশিদা সত্যিকার অর্থে একজন যোদ্ধা।’
এর আগে বৃহস্পতিবার ইসরাইলী ফিলিস্তিনী সংকট নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে আলোচনায় অংশ নেন রাশিদা। এসময় তিনি ইসরায়েলের প্রতি সহকর্মীদের পুর্ণাঙ্গ সমার্থনের বিরোধিতা করেন।
আবেগ আপ্লুত হয়ে গাজার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে রাশিদা বলেন, সহকর্মীদের বলতে চাই ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে। আমরাও মানুষ। আমাদের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। আমরাও কারো মা, বোন, পরিবারের সদস্য। আমরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিচার চাইতে পারি।’
সহকর্মীদের উদ্দেশ্যে দৃঢ়তার সাথে তিনি বলেন, ‘পার্লামেন্টকে বলবো, যত টাকাই ইসরাইলি সরকারকে পাঠান না কেন, ফিলিস্তিনিরা জন্মভুমি ছেড়ে কোথাও যাবে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।