Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানামুখি সঙ্কটের মুখে ইসরাইল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ২:২৩ পিএম

নানামুখি সঙ্কটে পড়েছে ইসরাইল নামক ইহুদীবাদী রাষ্ট্রটি। বার বার জাতীয় নির্বাচন আয়োজন ও অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে যুক্ত হয়েছে নতুন কয়েটি সঙ্কট।

এর মধ্যে গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। এতে গাজা উপত্যকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু এই হামলা চালাতে গিয়ে আরো বড় সমস্যায় পড়ে গেছে ইসরাইল। তারা এখন তিন ফ্রন্টে ক্রমবর্ধমান সঙ্কটে পড়ে গেছে।

গাজা উপত্যকার সঙ্কট তো আছেই। এর সাথে যোগ হয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ও প্রতিবেশী লেবানন থেকে রকেট হামলা। তিন দিক থেকে সৃষ্টি এই সঙ্কট সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরাইল।


হামাসের ওপর হামলার জের ধরে সাম্প্রতিক সময়ে ইসরাইলের উত্তর সীমান্তে রকেট হামলা বাড়ছে। খবরে বলা হয়, হিজবুল্লাহর মতো লেবাননের 'সন্ত্রাসী গ্রুপগুলো' ইসরাইলের বিরুদ্ধে হামাসের প্রয়াসকে সমর্থন করছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গত রাতে লেবানন থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়। তবে এগুলো সবই সীমান্ত প্রাচীরের মধ্যেই পড়ে। আর ইসরাইলি বাহিনী আর্টিলারি ব্যারেজের মাধ্যমে জবাব দিয়েছে।


রকেট নিক্ষেপের ফলে উত্তর সীমান্তে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, অধিবাসীদের বোমা শেল্টারের ভেতরেই থাকতে বলা হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা এখনো ইসরাইলের নেই। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজ আবারো বলেছেন, ইসরাইলি বাহিনী গাজায় পূর্ণ ও দীর্ঘমেয়াদি শান্ত করতে বদ্ধপরিকর।

গাজায় বিমান হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার একটি ছয় তলা ভবন ভেঙে ফেলা হয়। ভবনটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। হামলার ফলে ডেস্ক, অফিস চেয়ার, বইপুস্তক, কম্পিউটার- সবই ধ্বংস হয়। অধিবাসীদেরকে হামলার পর ধ্বংসস্তুপের মধ্য থেকে তাদের মালামাল খুঁজে নিতে দেখা যায়।

সূত্র : ডেইলি মেইল



 

Show all comments
  • Mohibul Islam ১৯ মে, ২০২১, ৬:১০ পিএম says : 0
    সারাবিশ্বের মুসলিম জাতির ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা উচিত।।।
    Total Reply(0) Reply
  • MD Billalhossain Ashulia ১৯ মে, ২০২১, ৬:১০ পিএম says : 0
    আমি ইসরায়েলের ধংশ কামনা করি।
    Total Reply(0) Reply
  • Md Azhar Rubel ১৯ মে, ২০২১, ৬:১২ পিএম says : 0
    একদিকে ইসরাইল নিজেও বিধ্বংসী বিধ্বংসী মারনাস্ত্র তৈরি করে, অন্য দিকে বিশ্ব মোড়ল(বর্বর) আমেরিকাসহ অন্যান্যরা দিচ্ছে অত্যাধুনিক মারণাস্ত্র, আর তারা জল স্থল আকাশপথে গিয়ে, ফিলিস্তিনে কিবা অন্যান্য মুসলিম/বৈরি দেশে হামলা করে, দেশ ধ্বংস করে, অগণিত মানুষ মারছে সেখানে মুসলিম/দেশপ্রেমিক/মানবতাবাদী/কল্যাণকামীরা প্রতিবাদের নামে, মিছিল-মিটিং-সভা-সেমিনার-মানবন্ধন-কবিতা-গান-কলাম-ফিচার-প্রবন্ধ-নিবন্ধ লিখি, ফেসবুকে হ্যাশট্যাগ দেই! কোন লাভে কি আশায়? ফিলিস্তিন রক্ষা করো ঝড় বইয়ে দেয়!!! কে রক্ষা করবে? কিভাবে রক্ষা করবে??? তারচেয়ে ভালো নয় ইসরাইল ও ইসরাইলীদের সাহায্য-সহযোগিতাকারী দেশ সমূহের দূতাবাস ঘেরাও করে, তাদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা উচিত। নয় প্রয়োজন নেই মানব সভ্যতার দুশমনদের সাথে কোন প্রকার সম্পর্ক রাখার। নয় শেষ রক্ষা হবেনা, কারন আফগান-ইরাক-লিবিয়াসহ নানা দেশে গণহত্যা থেকে বুঝে নিয়েছে কথিত মানবতাবাদিদের এর বেশি কিছু করার সামর্থ নেই, তাই তাদের অপকর্ম থেকে নেই আজ এখানে তো কাল ওখানে.... বলে-কয়ে প্রতিকার মিলেছে এমন ইতিহাস নেই। জালিমের জুলুম রুখতে হলে, কঠোর-কঠিন-নির্মম-নিষ্ঠুর-বিধ্বংসী হতে হয়। জগতটাই শক্তের ভক্ত.. শক্ত প্রতিরোধের কারনেই কেবল সিরিয়ার বিষয়টি ভিন্ন ছিল
    Total Reply(0) Reply
  • মো সিরাজুল ইসলাম ১৯ মে, ২০২১, ৬:১২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Ubaydur Rahman Khan ১৯ মে, ২০২১, ৬:১৩ পিএম says : 0
    I am from Bangladesh and I stand with Palestine #savepalestine #savethemuslims #StopTerrorismAgainstMuslims #AlAqsa #StopConspiracyAgainstIslam #stopIsraeliTerrorism #GazaUnderAttack #AlAqsaUnderAttack #WestandwithPalestine #PalestineWillBeFree #FreePalestine #La_ilaha_illallahu_muhammadur_rasulullah #We_are_follower_of_Our_Prophet_Hazrat_Muhammad_Sallallahu_Alaihi_Wasallam
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ