মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানামুখি সঙ্কটে পড়েছে ইসরাইল নামক ইহুদীবাদী রাষ্ট্রটি। বার বার জাতীয় নির্বাচন আয়োজন ও অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে যুক্ত হয়েছে নতুন কয়েটি সঙ্কট।
এর মধ্যে গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। এতে গাজা উপত্যকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু এই হামলা চালাতে গিয়ে আরো বড় সমস্যায় পড়ে গেছে ইসরাইল। তারা এখন তিন ফ্রন্টে ক্রমবর্ধমান সঙ্কটে পড়ে গেছে।
গাজা উপত্যকার সঙ্কট তো আছেই। এর সাথে যোগ হয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ও প্রতিবেশী লেবানন থেকে রকেট হামলা। তিন দিক থেকে সৃষ্টি এই সঙ্কট সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরাইল।
হামাসের ওপর হামলার জের ধরে সাম্প্রতিক সময়ে ইসরাইলের উত্তর সীমান্তে রকেট হামলা বাড়ছে। খবরে বলা হয়, হিজবুল্লাহর মতো লেবাননের 'সন্ত্রাসী গ্রুপগুলো' ইসরাইলের বিরুদ্ধে হামাসের প্রয়াসকে সমর্থন করছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গত রাতে লেবানন থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়। তবে এগুলো সবই সীমান্ত প্রাচীরের মধ্যেই পড়ে। আর ইসরাইলি বাহিনী আর্টিলারি ব্যারেজের মাধ্যমে জবাব দিয়েছে।
রকেট নিক্ষেপের ফলে উত্তর সীমান্তে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, অধিবাসীদের বোমা শেল্টারের ভেতরেই থাকতে বলা হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা এখনো ইসরাইলের নেই। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজ আবারো বলেছেন, ইসরাইলি বাহিনী গাজায় পূর্ণ ও দীর্ঘমেয়াদি শান্ত করতে বদ্ধপরিকর।
গাজায় বিমান হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার একটি ছয় তলা ভবন ভেঙে ফেলা হয়। ভবনটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। হামলার ফলে ডেস্ক, অফিস চেয়ার, বইপুস্তক, কম্পিউটার- সবই ধ্বংস হয়। অধিবাসীদেরকে হামলার পর ধ্বংসস্তুপের মধ্য থেকে তাদের মালামাল খুঁজে নিতে দেখা যায়।
সূত্র : ডেইলি মেইল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।