বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তিন মাসের বকেয়া বেতন ভাতা ও কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার সকালে পদ্মা ওয়্যারস লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিকরা নগরীর ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ করে। পদ্মা ওয়্যারস লিমিটেডে কর্মরত শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো. ওবায়দুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারিতে কারখানার মালিক পালিয়েছেন। আমাদের ৪ বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ছুটির টাকা এবং মাসিক বেতন বকেয়া রয়েছে।তিন মাস ধরে কারখানা বন্ধ। বেপজা কর্তৃপক্ষ বার বার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। আমাদের পাওনা আদায়ে কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।