মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কড়া সমালোচনা করল অ্যামেরিকা। তাদের মতে, এরদোগান ইহুদি-বিদ্বেষী কথা বলেছেন।
গাজা ভূখণ্ডে ইসরাইলী আক্রমণ নিয়ে অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন এরদোগান। হামাস বনাম ইসরায়েলের লড়াইয়ে পুরোপুরি জেরুসালেমকে দায়ী করে তিনি খুবই কঠোর বিবৃতি দিয়েছেন। তারপরই অ্যামেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ''এরদোগান সাম্প্রতিক ইহুদি-বিদ্বেষী মনোভাবের কড়া নিন্দা করছে অ্যামেরিকা।''
নেড প্রাইস বলেছেন, ''আমরা প্রেসিডেন্ট এরদোগানের কাছে আবেদন করছি যে, তিনি যেন এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য না করেন।''
এরদোগান কী বলেছেন
এরদোগান বলেছিলেন, ''ফিলিস্তিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে ইসরাইল। ওরা খুনি। ওরা পাঁচ, ছয় বছরের বাচ্চাদের খুন করে। ওরা রক্ত চুষে একমাত্র সন্তুষ্ট হয়।''
এরদোগান বরাবরই ফিলিস্তিনের কট্টর সমর্থক। তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ছাড়েননি। তিনি বলেছেন, ''বাইডেনের হাতেও রক্ত লেগে আছে, কারণ, তিনি ইসলরাইলকে সমর্থন করছেন।''
অ্যামেরিকা-তুরস্ক সম্পর্কে প্রভাব
অ্যামেরিকা ও তুরস্কের মধ্যে এই অভিযেোগ-পাল্টা অভিযোগের প্রভাব দুই দেশের সম্পর্কে পড়তেই পারে।
২০২০ সালের জানুয়ারিতে বাইডেন নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এরদোগান একজন স্বৈরাচারী শাসক। তিনি তুরস্ক নিয়ে কড়া নীতি নিয়ে চলার কথাও জানিয়েছিলেন।
আগামী মাসে ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় বাইডেন ও এরদোগান বৈঠক হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।