Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবীর সুমনের কথা-সুরে আরমান সিদ্দিকীর গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০২ এএম

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমনের গানে মানুষ, মানবতা আর জীবনবোধের অসামান্য সব প্রেক্ষাপট উঠে এসেছে। তার গান মানেই নতুন ধাঁচের, নতুন কথার সমন্বয়। তাই শ্রোতাদের পাশাপাশি সঙ্গীত জগতের মানুষের কাছেও কবীর সুমন একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আরমান সিদ্দিকী ছোট বেলা থেকেই কবীর সুমনের ভক্ত। স্বপ্ন দেখতেন, একদিন এই কিংবদন্তীর লেখা ও সুরে গান গাইবেন। অবশেষে তার সেই লালিত স্বপ্ন পূরণ হয়েছে। আরমান গেয়েছেন কবীর সুমনের কথা-সুরে। গানের শিরোনাম ‘কারা নিলো লুট করে’। গানটিতে সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ। গানটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে। আরমান বলেন, যখন আমার একক অ্যালবাম নিয়ে কাজ শুরু করি, তখন এক বন্ধুর অনুপ্রেরণায় কবীর সুমনের সঙ্গে কাজ করার করার কথা মাথায় আসে। বাংলা গানে কবীর সুমনের অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাই শুরুতে খুবই ভয়ে ছিলাম আমার সঙ্গে তিনি কাজ করবেন কি-না। তিনি আমার গান পছন্দ করেছেন। ফলে তার সঙ্গে গান করতে পেরেছি। গানটির মিউজিক ভিডিওটাও বেশ সুন্দর হয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। গানের ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী ¯পর্শিয়া ও অভিনেতা মনোজ প্রামাণিক। মিউজিক ভিডিও আকারে এটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ