Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়ন পদ্ধতি বদলালেও গ্র্যামিতে গান পাঠাবেন না দ্য উইকেন্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০২ এএম

রেকর্ডিং অ্যাকাডেমি স¤প্রতি তাদের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেও কানাডীয় গায়ক-গীতিকার দ্য উইকেন্ড পুরস্কারের জন্য তার কোনও গান পাঠাবেন না বলে জানিয়েছেন এবং তার বয়কট বজায় রাখবেন। গত সপ্তাহে রেকর্ডিং অ্যাকাডেমি ২০২২ সালের অনুষ্ঠানের জন্য তাদের মনোনয়ন পদ্ধতি পরিবর্তনের ঘোষণা দেয়, যার মধ্যে একটি হল- মনোনয়ন নির্ধারণকারী কমিটি আর ‘গোপন’ রাখা হবে না। দ্য উইকেন্ডের ‘বøাইন্ডিং লাইটস’ আগের বছরের সবচেয়ে সফল অ্যালবাম হলেও ২০২১ সালের গ্র্যামিতে গায়ক বাদ পড়ায় অ্যাকাডেমি ব্যাপকভাবে সমালোচিত হবার পর এই পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়। ৩১ বছর বয়সী গায়ক ভ্যারাইটিকে আবার নিশ্চিত করেছেন তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। ‘গ্র্যামি দীর্ঘদিন ধরে শিল্পীদের আস্থা ভঙ্গ করে আসছে, তবে এখনও বিজয়ের পতাকা ওড়ানো মূর্খতা হবে,’ এবেল মাকোনেন তেসফেয়ি ওরফে দ্য উইকেন্ড বলেন। তবে তিনি এই উদ্যোগকে সূচনা বলে উল্লেখ করেন। ‘আমার মনে হয় সঙ্গীত জগত আর জনতা পদ্ধতির মধ্যে স্বচ্ছতা দেখতে চায়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। আমি অবশ্য গ্র্যামিতে এখনও অনাগ্রহী, বিশেষ করে তাদের কয়েক দশকের দুর্নীতির জন্য। আমি ভবিষ্যতেও গান জমা দেব না,’ তিনি আরও বলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ