Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৮:০৯ পিএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাকি তিন ম্যাচ খেলতে প্রায় দু’সপ্তাহ আগে (২১ বা ২২ মে) কাতারে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু তা আর হচ্ছে না। সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে ৩০ মে জামাল ভূঁইয়াদের কাতার পাঠাতে চায় বাফুফে। এতে কোন সমস্যা দেখছেন না বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার তিনি বলেন, ‘ওখানে আমরা সব রকম সুযোগ সুবিধা পাব না। যদি তা না পাই তাহলে গিয়ে লাভ কি? এর চেয়ে আমাদের ফুটবলাররা তো এখানেই সব কিছু পাচ্ছে।’ তিনি যোগ করেন,‘ আসলে করোনাকালে কোনো কিছুই সুনির্দিষ্ট করে বলা যায় না। করোনার সময়ে আমার ফুটবলারদের আমার কাছেই থাকা ভালো মনে করি।’

কিছুটা আগে কাতারে গেলেও মিলবে না জিম এবং সুইমিং সুবিধা। আর তাই একটু দেরি করেই জাতীয় দলকে পাঠানোর সিদ্ধান্ত বাফুফের। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা ২১ বা ২২ মে কাতারে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমাদের ফুটবলাররা অনুশীলন ম্যাচ খেলতে পারবে না। এমনকি জিম, সুইমিংও করতে পারবে না। এজন্য আমরা কয়েক দিন পর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে বাংলাদেশ পরে গেলেও ১৯ মে বিকালে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ভারত। নিজ দেশে ক্যাম্প করা যাচ্ছে না, তাই এই পরিস্থিতিতে কাতারেই ক্যাম্প করতে হচ্ছে তাদের। করোনাকালে কাতার ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়া দেশগুলোর কোয়ারেন্টিন মওকুফ করাতে পারলেও অনুশীলন ম্যাচ এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য তাদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে পারেনি। কাতারে যাওয়ার আগে বাংলাদেশ দল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুশীলন করবে। এর আগে স্থানীয় কোনো ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে পারে জাতীয় দল। ইতোমধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে ছিটকে পড়েছেন গোলরক্ষক আশরাফুল রানা। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মাহমুদুল হক লিটন। এদিকে জাতীয় দলের ফুটবলার নির্বাচন সঠিক হয় কিনা তা জানতে মঙ্গলবার পেশাদার লিগের তিন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ক্লাবগুলো হলো- আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ