প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাম্প্রতিক সময়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেশের সম্মানিত ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে চরম সমালোচনার মুখে সারেগামাপা তারকা মাঈনুল আহসান নোবেল । সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্টের মাশুল গুণতে হচ্ছে তাকে। ‘অমানুষ’ সিনেমার গান থেকে নোবেলকে বাদ দিলেন পরিচালক অনন্য মামুন।
এ বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, 'বেয়াদবকে দিয়ে আমার ‘অমানুষ’ সিনেমার টাইটেল সং করার কথা ছিলো, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা।'
নোবেলের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে তাকে নিজের সিনেমার গান থেকে বাদ দিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার 'অমানুষ' সিনেমার শিরোনাম সংগীতে কণ্ঠ দেয়ার কথা ছিলো নোবেলের। মামুনের 'অমানুষ' সিনেমায় অভিনয় করছেন নিরব, মিথিলা,শহীদুজ্জামান সেলিম’সহ আরও অনেকেই৷
বিতর্কিত কর্মকাণ্ডের ফল স্বরূপ সম্প্রতি নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের ঐতিহ্যবাহী এই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। সেই রেশ কাটতে না কাটতে এবার ‘অমানুষ’ সিনেমার গান থেকে বাদ পড়লেন তিনি।
উল্লেখ্য, নানা বিতর্কের পর সম্প্রতি একজন বিনোদন সাংবাদিককে অপহরণের হুমকি দিয়েছেন এই ভাইরাল তারকা। এ প্রেক্ষিতে তাকে সতর্ক করে নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি৷ তাকে বয়কটের ঘোষণা দিচ্ছেন সংগীতাঙ্গনের অনেকে৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।