Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবন দিতেও প্রস্তুত বিউটি কুইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

মিয়ানমারের সাবেক এক বিউটি কুইন জান্তা সরকারের বিরুদ্ধে লড়তে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে বলেছেন, এই যুদ্ধে অবশ্যই সাধারণ মানুষের জয় হবে। ৩২ বছর বয়সী হটার হটেট হটেট নামের ওই সুন্দরী নিজের টুইটারে ছবি পোস্ট করে চে গুয়েভারার উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।’ ‘আমরা অবশ্যই জিতব।’ তিনি ২০১৩ সালে থাইল্যান্ডে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ৬০টি দেশের সুন্দরীদের সঙ্গে অংশ নিয়েছিলেন। হটার হটেট হটেট পোস্টে লিখেছেন, ‘প্রত্যাঘাতের সময় এসেছে। আপনি হাতে যা-ই নিন না কেন- অস্ত্র, কলম, কিবোর্ড অথবা গণতন্ত্রকামীদের জন্যে অনুদানের অর্থ। বিপ্লবকে সফল করতে সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’ তিনি আরও লিখেছেন, ‘আমি যতটা পারি সংগ্রাম করে যাব। আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এমনকি, নিজের জীবন দিতেও প্রস্তুত আছি।’ এই বিউটি কুইন ম‚লত সংখ্যালঘু স¤প্রদায়ের একটি বিদ্রোহী দলের সঙ্গে যোগ দিয়েছেন। অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার পর দেশজুড়ে লাগাতার আন্দোলন চলছে। করোনাকালেও আন্দোলন বন্ধ হয়নি। প্রথম থেকেই কড়া হাতে আন্দোলন দমন করছিল সেনা প্রশাসন। ৮০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে। গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। সাউথ চায়না মর্নিং পোস্ট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ