গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের শেষ জামায়াতের পর বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলার প্রতিবাদ এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের উত্তর গেটে থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। বেলা ১১টার পর ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলাকে বর্বরোচিত উল্লেখ করে এর প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অনেকে।
বিক্ষোভে বাংলাদেশে পড়ুয়া বেশ কয়েকজন ফিলিস্তিনি শিক্ষার্থীও অংশ নেন।
বিক্ষোভ শেষে মিছিল করে ইসলামী আন্দোলন। তবে মিছিলটি খুব অল্প সময়েই শেষ করে দেয় দলটির নেতা-কর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।