Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

আসছে রেহানের মিউজিক্যাল ফিল্ম ‘অন্যরকম খুন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১:১৬ পিএম

চাঁদ রাতে প্রকাশ্যে আসবে রেহান রাসুলের নতুন মিউজিকাল ফিল্ম ‘অন্যরকম খুন’। সিনেমা গ্যারেজের তত্ত্বাবধানে নির্মিত এই মিউজিকাল ফিল্মে রেহানের পাশাপাশি অভিনয় করেছেন নীরা। মিউজিকাল ফিল্মটি চাঁদ রাতে দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

মিউজিকাল ফিল্মটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘ঈদে আমার একমাত্র কাজ এই মিউজিকাল ফিল্ম। গানে আমার যে স্বাতন্ত্র্য তা শ্রোতারা এখানে খুঁজে পাবেন বলেই আমার বিশ্বাস।’

মিউজিকাল ফিল্মের গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল নিজেই। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। মিউজিকাল ফিল্মটি পরিচালনা করেছেন সেতু আরিফ।

প্রকাশক ও সংগীতায়োজক জয় শাহরিয়ার বলেন, ‘রেহান আমার পছন্দের শিল্পীদের একজন। এই গানটা আমাদের খুব প্রিয়। আশা করি এখন শ্রোতাদের প্রিয় গানের তালিকাতেও ঠাই করে নেবে গানটি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ