মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় বিমান হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে ইসরাইলের অভ্যন্তরে শতাধিক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।এতে দুই ইসরাইলি নিহত হয়েছে। হামাসের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন, আসকেলন শহরে তারা ১৩৭টি ছুড়েছেন। খবরে বলা হয়, গাজা থেকে ১৩ মাইল দূরে ইসরাইলের একটি স্কুলে রকেট গিয়ে পড়ে। সেখানে কেউ ছিল না। এরপর থেকে গাজা সীমান্তের ২৫ মাইলের মধ্যে সব স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। -নিউইয়র্ক টাইমস, এপি
ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় ২৬ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর বেসামারিক নারী ও শিশু রয়েছে। হামলায় অন্তত ১২২ জন আহত হয়েছে। এদিকে ইসরাইলি হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস ও অন্যান্য ইসলামিক দলগুলো। ইসরাইলের সমুদ্র তীরবর্তী আসকেলন শহরে হামাসের রকেট হামলায় দুইজন ইসরাইলি নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৫৬ জন নাগরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এদিকে এপির খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজার বহুতল ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এদিকে পাল্টা হামলা হিসেবে ইসরাইলের অভ্যন্তরে কয়েক শতাধিক রকেট ছুড়েছে হামাস। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলা প্রতিরোধে গাজা সীমান্তে আরও ৫ হাজার সেনা মোতায়েনের আদেশ দিয়েছে। তারা সীমান্ত টহল দেবে। জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে।এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী। মঙ্গলবারও বিমান হামলা চালানো হয়। এতে এ পর্যন্ত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর জবাবে সোমবার বিকালে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরাইলের দিকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরাইলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়। এতে ৯ জন শিশুসহ ২৪ জন নিহত হয়। এ সময় বিভিন্ন স্থাপনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।