মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বৃহস্পতিবার শক্তিশালী একটি বিস্ফোরণে গুরুতর আহত হন মালদ্বীপের বর্তমান স্পিকার নাশিদ।
পুলিশ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ‘মূল সন্দেহভাজন’-এর পরিচয় বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
একটি টেক্সট মেসেজে পুলিশ নিশ্চিত করেছে, শনিবার সন্দেহভাজন যে ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছিল, তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। চতুর্থ আসামি এখনো পলাতক।
নাশিদের ওপর এ হামলায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে এর পেছনে ঠিক কাদের হাত রয়েছে তা এখনো নিশ্চিত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এ নেতাকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে। নাশিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার এক আত্মীয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানী মালে শহরে নিজ বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন ৫৩ বছর বয়সী নাশিদ। তার গাড়ির কাছে রাখা মোটরসাইকেলে বিস্ফোরকটি ছিল বলে জানা যায়। হামলায় গুরুতর আহত নাশিদকে ঘটনার পরপরই হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা, বুক ও পেটে অস্ত্রোপচার হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি। সূত্র : এপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।