Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে মালদ্বীপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মালদ্বীপের নতুন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবে। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালদ্বীপের রাজধানী মালেতে সোমবার ত্রিদেশীয় কোস্ট গার্ড মহড়া ‘দোস্তি’ উদ্বোধনকালে প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি আরো বলেন, উল্লেখিত সম্পর্ক রক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে। মহড়ায় মালদ্বীপের সঙ্গে শ্রীলংকা ও ভারতের কোস্ট গার্ড অংশ নিচ্ছে। ১৭ নভেম্বর শপথ নেন মারিয়া। অনুষ্ঠানে শ্রীলংকা কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল সামন্ত বিমলাতুঙ্গা বলেন যে তার বাহিনী এই মহড়াকে এই অঞ্চলের দেশগুলোর সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক রাজেন্দ্র সিংহ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য এই মহড়া অব্যাহত রাখার পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। মালদ্বীপ, শ্রীলংকা ও ভারতের মধ্যে সামুদ্রিক সীমানা রয়েছে। মালদ্বীপের অর্থনীতির জন্য ভারতের সঙ্গে তার সীমানাটি গুরুত্বপূর্ণ। এ ব্যপারে ১৯৭৬ সালে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপ

৬ ফেব্রুয়ারি, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ