Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সব মায়েদের হাসিতে পৃথিবী হোক আরও সুন্দর’

মা দিবসে সাকিব-তামিমদের শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০৩ এএম

মা দিবস বলে আসলেই কি কিছু আছে? সন্তানের জন্য মায়ের আদর কিংবা মায়ের জন্য সন্তানের ভালোবাসা তো ৩৬৫ দিনের একটা ব্যাপার। এটাকে ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট তারিখে আবদ্ধ করা কি ঠিক! ঠিক-বেঠিকের প্রশ্ন এখানে আসছে না। মা দিবস আসলে মাকে সম্মান জানানো, কৃতজ্ঞতা প্রকাশের জন্য বেছে নেওয়া একটা দিন। বিশেষ করে এদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। বাংলাদেশের চার শীর্ষ তারকা ক্রিকেটার তাঁদের জীবনের পথপরিক্রমায় মায়ের ভ‚মিকাকে স্মরণ করেছেন আজকের এই মা দিবসে।

চারজনই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সবাই ছবি দিয়েছেন মায়ের সঙ্গে। তবে সাকিব আর তামিম নিজেদের পোস্টে স্মরণ করেছেন তাঁদের জীবনের আরেক মা, তাঁদের সন্তানদের মাকেও। দুজনই মায়ের ছবির সঙ্গে দিয়েছেন নিজেদের প্রেমময়ী স্ত্রীদের ছবিও। সব মায়ের জীবন যেন সুখের হয়, সাকিব ফেসবুকে প্রার্থনা করেছেন এটিই, ‘সকল মায়ের জীবন হোক সুখের।’ সাকিব চান পৃথিবীর সব মা যেন সব সময় হাসিখুশিই থাকেন, ‘সব মায়েদের হাসিতে এ পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

গতকাল ছিল মুশফিকুর রহিমের জন্মদিনও। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তার একটি ছবি দিয়ে এক কীর্তির কথা স্মরণ করিয়ে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘বিশ্বের একমাত্র উইকেটরক্ষক হিসেবে দুটি টেস্ট ডাবল সেঞ্চুরির মালিককে জন্মদিনের শুভেচ্ছা।’ দিনটির কথা মুশি নিজে মনে রেখেছে কি না জানা নেই, তবে মুশফিক করে তার পোস্টে স্মরণ করেছেন করোনা মহামারিতে পৃথিবী ছেড়ে চলে যাওয়া মায়েদের, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা ও শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তার মাকে হারিয়েছেন এই অতিমারিতে। আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে।’ মায়েরা সন্তানদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটিও বলেছেন মুশফিক তার পোস্টে, ‘আসুন, সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবিদার।’

তামিম অবশ্য মা দিবসের পোস্টটি দিয়েছেন সংক্ষেপেই। মায়ের সঙ্গে নিজের একটা ছবি, আর নিজের সন্তানদের সঙ্গে তার স্ত্রীর ছবি। পোস্টে লিখেছেন, ‘সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’ মাহমুদউল্লাহ মা দিবসে অভিবাদন জানিয়েছেন পৃথিবীর সব মাকে, ‘সবাইকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সব মাকে বড় একটা অভিবাদন জানাই।’ শ্রীলঙ্কা সফরে নিজেকে খুঁজে পাওয়া পেসার তাসকিন আহমদেও নিজের সঙ্গে মায়ের একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সকল মাকে।

মা দিবসে অনেক ক্রীড়াবিদই শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অনেক পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে টুইটারে যে কারোই চোখ আটকে যেতে পারে শচীন টেন্ডুলকারের মা দিবসের পোস্টে। নিজের মায়ের ছবি দিয়ে তিনি লিখেছেন আবেগঘন কিছু কথা, ‘সন্তান যত বড়ই হোক না কেন, মায়েরা সব সময়ই তাঁদের জন্য প্রার্থনা করেন। তাঁদের কাছে সব সন্তানই ছোট শিশু।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা দিবস

৬ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ