Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নদলের আয়োজনে হিরোশিমা দিবস ২০২১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় পারমাণবিক অস্ত্র, আর নয় যুদ্ধ’ স্লোগান নিয়ে আজ ‘হিরোশিমা দিবস ২০২১’ পালন করছে নাট্যসংগঠন স্বপ্নদল। এদিন বিকেল সাড়ে ৫টায় স্বপ্নদলের হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনাভিত্তিক যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্যপ্রযোজনা ও ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’ অফিসিয়াল প্রোগ্রাম ‘ত্রিংশ শাতব্দী’র অনলাইন ডিজিটাল সম্প্রচার (জাপানের টোকিও মেট্রোপলিটন থিয়েটারে ধারণকৃত) এবং রাত ৮টায় ‘হিরোশিমা, বিশ্বশান্তি ও স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী’ বিষয়ক ফেইসবুক লাইভ আলোচনাসহ ‘ত্রিংশ শতাব্দী’র অংশবিশেষ লাইভ অভিনয় অনুষ্ঠিত হবে। গত ২০ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় একমাত্র নাট্যদল হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল। গতবছর থেকে করোনা-মহামারীর কারণে দিবসটি অনলাইনে ডিজিটালি পালন করা হচ্ছে। ফেসবুক লাইভ আলোচনায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান। অতিথি হিসেবে আরও থাকবেন ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদের সমানান্তর ইন্টিমেট থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর অনিল রঞ্জন ভৌমিক, জাপানপ্রবাসী লেখক-অভিনেতা-সংগঠক ও টোকিও বইমেলার উপদেষ্টা জুয়েল আহ্সান কামরুল এবং স্বপ্নদলের সদস্যবৃন্দ। সঞ্চালনা করবেন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপন। এ পর্বে আলোচনার পাশাপাশি ‘ত্রিংশ শতাব্দী’-র অংশবিশেষ লাইভ অভিনয়ও উপস্থাপন করা হবে। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে দেশ-বিদেশে প্রশংসিত স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অনুষ্ঠানমালা ফেসবুকে জাহিদ রিপন আইডি থেকে লাইভ সম্প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিরোশিমা দিবস ২০২১
আরও পড়ুন