Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুতার মালা পরিয়ে নগ্ন ঘোরানো গৃহবধূর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

পরকীয়া করায় এক গৃহবধূকে নির্যাতনের পর নগ্ন করে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। এই অপমান সইতে না আত্মহত্যা করেছেন ওই গৃহবধ‚। এমন ঘটনা ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যে। ওই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ত্রিপুরা হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেয়। কিন্তু আদালত পদক্ষেপ নেয়ার একদিন পরই আত্মহত্যা করেন ওই গৃহবধ‚। টাইমস নাউ নিউজ জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরার সাবরুমের বেতাগা গ্রামে এই ঘটনা ঘটেছে। রোববার এক গ্রাম্য সালিশে ওই গৃহবধ‚ পরকীয়া অশালীন একটি ভিডিও বড় স্ক্রিনে দেখা হয়। খবরে বলা হয়েছে, ওই ভিডিও সামনে আসার পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই গৃহবধ‚। জানা গেছে, ওই ভিডিও প্রকাশ পাওয়ার পর স্থানীয়রা ওই নারীর বাড়ির বাইরে জুতার মালা নিয়ে হাজির হয়। এরপর ওই নারীর চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে নগ্ন ঘোরানো হয় ওই নারীকে। এ ঘটনার পর ওই নারীর পরিবার তার প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেখানে তারা দাবি করেন, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সাতজনে গ্রেপ্তার করা হয়েছে। টাইমস নাউ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূর আত্মহত্যা

১৪ ফেব্রুয়ারি, ২০২২
৫ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ