রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ফুলপুর উপজেলার বাঁশতলা গ্রামে মোবাইল ফোন প্রতারণায় সর্বস্বান্ত হয়ে মিনারা বেগম নামে এক গৃহবধূ গত সোমবার আত্মহত্যা করেছেন। এলাকাবাসী জানান, জিনের বাদশা ও পীর বাবা সেজে প্রতারক চক্র মোবাইল ফোনে বাঁশতলা গ্রামের তাহাজ্জত হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অলৌকিক সম্পদ প্রাপ্তির লোভ দেখায়। প্রতারক চক্র গৃহবধূকে জানায়, ঘরের কোণে খালি পাত্র রেখে তাদের নাম্বারে বিকাশে আড়াই লাখ টাকা দিয়ে কিছু আমল করলে পাত্রটি স্বর্ণে ভর্তি হয়ে থাকবে। প্রতারকের কথামতো গৃহবধূ ঘরে খালি পাত্র বসিয়ে নিজের ও বিভিন্ন জনের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার ধার করে এনে বিক্রি করে বিকাশে আড়াই লাখ টাকা পাঠায়। প্রতারকের কথামতো বিভিন্ন আমল করে গত সোমবার দুপুরে ঘরে রাখা ওই পাত্রে অলৌকিক গুপ্তধন পাওয়ার আশায় গিয়ে পাত্রটি আগের মতোই খালি দেখতে পান। এতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ঘটনার বিবরণ চিরকুটে লিখে রেখে ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন প্রতারণার শিকার গৃহবধূ মিনারা বেগম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।