রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের শিল্পী রানী (৩৩) নামে দুই সন্তানের জননী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামে সুশীলচন্দ্র হাওলাদারের স্ত্রী ও দুই সন্তানের জননী। রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, গত মঙ্গলবার রাতে শিল্পী রাণীর পিতা সদর থানার পলাশ চন্দ্র হাওলাদারসহ স্বজনরা মেয়ের বাড়িতে বেড়াতে আসেন।
এ সময় শিল্পীর স্বামী সুশীল চন্দ্র হাওলাদার শ্বশুর শাশুড়িকে তাদের মেয়ে সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে শাসন করার কথা জানান। এক পর্যায়ে শিল্পীর পিতা শিল্পীকে শাসন করে। এতে সে অভিমান করে গত বুধবার সকালে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।