মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য জড়ো করে রাশিয়া যে ‘বেপরোয়া ও আগ্রাসী’ পদক্ষেপ নিয়েছে তার পাল্টায় ওয়াশিংটন কিয়েভের নিরাপত্তা সহায়তা বাড়িয়ে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন। ইউক্রেনের প্রতি সমর্থন দেখাতে কিয়েভ সফরে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। ব্লিকেন বলেছেন, রাশিয়া সৈন্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ইউক্রেন সীমান্তের কাছে এখনো বিপুল পরিমাণ সৈন্য ও সরঞ্জাম মোতায়েন রেখেছে। সীমান্তে দুই দেশের মধ্যকার উত্তেজনা পশ্চিমা দেশগুলোকে আতঙ্কিত করেছিল বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর ও দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে খুবই আগ্রহী বলে জানালেও তিনি কবে দেশটি সফর করতে পারেন, সে সম্বন্ধে কোনো ইঙ্গিত দেননি ব্লিকেন। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যুক্ত হওয়ার আকাক্সক্ষা প্রসঙ্গেও কিছু বলেননি তিনি। ‘আমরা ইউক্রেন সীমান্তের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। প্রেসিডেন্ট (জেলেনস্কি) আমি আপনাকে বলতে পারি, আমরা দৃঢ়ভাবে আপনার পাশে আছি, অন্যরাও আছে।
কয়েক সপ্তাহ আগে ন্যাটোর বৈঠকেও আমি একই কথা শুনেছি। রাশিয়া তার বেপরোয়া ও আগ্রাসি পদক্ষেপ থেকে সরে আসছে, এমনটাই
দেখতে চাই আমরা,’ বলেছেন ব্লিকেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।