Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগস্টেই করোনামুক্ত হচ্ছে ব্রিটেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

ব্রিটেন আগামী আগস্ট মাসের মধ্যেই করোনামুক্ত হবে বলে দাবি করল দেশটির সরকার। ব্রিটেনে টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ভ্যাকসিন টাস্ক ফোর্স’-এর সদ্য সাবেক প্রধান কর্মকর্তা ক্লাইভ ডিক্স শুক্রবার এই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন স্ট্রেইনগুলির প্রতিরোধী টিকা ব্যবহার করেই করোনামুক্ত হবে ব্রিটেন। গত বছরের ডিসেম্বরে ব্রিটেনে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সে সময় থেকেই ওই কর্মসূচির দায়িত্বে ছিলেন ক্লাইভ। গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন। শুক্রবার ক্লাইভ আশা প্রকাশ করে বলেন, জুলাইয়ের শেষে ব্রিটেনের প্রতিটি ব্যক্তিকেই কমপক্ষে একটি টিকা দেওয়া সম্ভব হবে। আর করোনার সব স্ট্রেইন বা ধরন প্রতিরোধের ক্ষমতাসম্পন্ন টিকা দেওয়া চলতি বছরের শেষপর্ব থেকে শুরু হতে পারে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ২০২২ সালের প্রথম থেকে ফের নতুন করে গণ টিকাদান কর্মসূচি শুরু হবে। রক্ত জমাট বাঁধার অভিযোগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা কোভিশিল্ডের ব্যবহার ইতিমধ্যেই ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ডের মতো কিছু দেশ কোভিশিল্ড ব্যবহার স্থগিত রেখেছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও (ইএমএ) ‘কিছু ক্ষেত্রে’ কোভিশিল্ড ব্যবহারে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে ক্লাইভ জানান, সম্ভাব্য সমস্ত বিকল্প পথ খোলা রেখে, নিরাপদ ও কার্যকরী টিকার সাহায্যে ব্রিটেনবাসীকে কোভিডমুক্ত করার কাজ চলছে। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ