বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (৪৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নগরীর কেডিএ ভবনের সামনে আজ শনিবার সকালে এ দুর্ঘটনার ঘটে। তিনি এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সোনাডাঙ্গা থানার এসআই শান্তুনু জানান, সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮ টায় তিনি কেডিএ ভবনের কাছে পৌঁছালে পিছন থেকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। ট্রাক বা ড্রাইভার কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।