Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় নয়, অক্সফোর্ডের ভ্যাকসিন নেবেন কোহলিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৭:২৯ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডেও টেস্ট সিরিজ খেলবেন কোহলিরা। তাই দীর্ঘ এই সফরের আগে করোনার ভ্যাকসিন দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে ভারতীয় কোভ্যাকসিন নয়, অক্সফোর্ডের কোভিশিল্ড নেবেন রবি শাস্ত্রীর শিষ্যরা।

এর পেছনে অবশ্য বিশেষ কারণও রয়েছে। করোনাভাইরাসের টিকা নিতে হয় দুই ডোজে। টিকার প্রথম ডোজ নেয়ার ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিতে হয় দ্বিতীয় ডোজ।

কিন্তু ভারত থেকে দেশীয় টিকার প্রথম ডোজ নিয়ে গেলে, দ্বিতীয় ডোজের সময় ভারতীয় ক্রিকেটাররা থাকবেন ইংল্যান্ডে। তখন দ্বিতীয় ডোজের টিকা পাওয়াতে বেশ জটিলতার মধ্যে পড়তে হবে কোহলিদের।

তাই খেলোয়াড়েরা সবাই যেন দ্বিতীয় ডোজের টিকা সহজে পেয়ে যান, তাই তাঁদের যুক্তরাজ্যের টিকাই দেওয়া হচ্ছে। ইংল্যান্ডে সহজেই অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনা যাবে—ভাবনাটা এমনই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ