Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে অক্সিজেন সংকটে কষ্ট পাচ্ছেন শবনম ফারিয়ার বোন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১০:৩১ এএম

ভারতের দিল্লিতে অক্সিজেন সংকটে হুমকির মুখে পড়েছে অভিনেত্রী শবনম ফারিয়ার বড় বোন বন্যার জীবন। বৃহস্পতিবার (৬ মে) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শবনম ফারিয়া নিজেই এ কথা জানিয়েছেন। তবে তার বড় বোন বন্যা করোনা নাকি অন্য কোনো অসুস্থতায় ভুগছেন সে সম্পর্কে কিছু জানাননি ফারিয়া।

ওই স্ট্যাটাসে শবনম ফারিয়া তার বোনের অবস্থার কথা জানিয়ে লিখেছেন, ‘‘পরশু আমার বড় আপু যখন বলল, “তৃপ্তি (শবনম ফারিয়ার ডাকনাম) আমার খুব ক’ষ্ট হচ্ছে”, আমি জানি ফোনটা রেখে আমি কতক্ষণ হাউমাউ করে কাঁদছি। আমার মেঝ বোন কল করে কাঁদতে কাঁদতে যখন বলল, “তৃপ্তি আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এত মানুষকে খাওয়াই, আমার বোন বিদেশে শুয়ে খাওয়ার কষ্ট পাচ্ছে”, কি বলে আমার বোনের সান্ত্বনা দিব?

আমার বাবা ডাক্তার ছিল, সবার সব অসুস্থতায় বাবার কাছে আসতো! আজকে দিল্লিতে আমার বোন অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছে! আমরা হেল্পলেস, কিছু করার নাই ।’’

মেয়ের অসুস্থতার খবরে শবনম ফারিয়ার মা ভীষণ কষ্ট পাচ্ছেন। তা উল্লেখ করে ফারিয়া লিখেন, ‘‘আমরা হেল্পলেস, কিছু করার নাই। আমরা পড়শু পর্যন্ত মার কাছে পুরো বিষয়টা গোপন রেখেছিলাম, কালকে মেজ বোন বললো, ‘তৃপ্তি আম্মু দোয়া করলে যদি বন্যা ভালো হয়ে যায়, চল আমরা আম্মুকে জানাই।’ গত দুইদিন আমার মার মুখের দিকে তাকানো যায় না, তার ১৮ বছর বয়সে তার বড় মেয়ের জন্ম। যখন সে নিজেই বাচ্চা। আর সেই মেয়ের এই অবস্থা কারো সহ্য হবে না।’’

‘আমরা আসলে কাছের মানুষদের উপরই বেশি অভিমান করি, কষ্ট পাই, রাগ করি, আর সম্ভবত সেজন্যই তারা কাছের মানুষ! দূরের মানুষের সঙ্গে আর কিসের রাগ! কিন্তু কিছু ঘটনা আসে, তখন বুঝতে পারি আমাদের জীবনে তারা কত স্পেশাল, তাদের আমরা কত ভালোবাসি, তারা কত কিছু করে আমাদের জন্য।’ লিখেন ফারিয়া।

সকলের কাছে দোয়া প্রার্থনা করে এই অভিনেত্রী লিখেন, ‘সবার কাছে একটা অনুরোধ, আপনার দোয়ার সময় আমার বড় আপুর কথা একটু স্বরণ করবেন। ঢাকায় বসে আসলে দোয়া করা বা দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নাই।’



 

Show all comments
  • mahmuda akhter ৭ মে, ২০২১, ৩:০৫ পিএম says : 0
    boliud taroka sonu sud ar help nin
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ