Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালেও করোনার ভয়াবহতা বাড়ছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১০:২৫ এএম

করোনাভাইরাসের মহামারি ভারতের মতো নেপালে ধীরে ধীরে শুরু হয়েছে। কয়েক দিনে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে নেপাল সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন চিকিৎসকরা।

করোনা সংক্রমণ বাড়ায় নেপালে হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী অন্য দেশের সহযোগিতা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে গত দু’সপ্তাহ সংক্রমণের হার যেমন ছিল নেপালেও তেমনটি দেখা গেছে।

সরকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) জানায়, গত সপ্তাহ যে পরিমাণ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এর ৪৪ শতাংশই পজিটিভ।

নেপালের রেডক্রসের চেয়ারপারসন ড. নেত্রা প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেন, সঠিক পদক্ষেপের অভাবে করোনা পরিস্থিতি ভারতের মতো নেপালেও হতে পারে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. সামির আধিকারী বলেন, করোনা সংক্রমণের পরস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে।

গত মাসে নেপালে দিনে ১০০ জন করোনা শনাক্ত হয়েছে। এখন দৈনিক ৮ হাজার ৬০০ জন শনাক্ত হচ্ছে। ভারতের সঙ্গে সীমান্ত খোলা রাখায় পরিস্থিতি এমন হয়েছে বলে দায়ী করছেন অনেকে।

নেপালে করোনা আক্রান্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। মৃত্যু ৩ হাজার ৫২৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ