মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের উদ্ধার করে ভারতীয় বিমান বাহিনী পরিচালিত মহারাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একইদিনে মুম্বাইয়ে অ্যাম্বুলেন্স বিমান অবতরণের সময় ত্রুটির মধ্যে পড়েছিল। তবে বড় কোনো বিপদে পড়েনি বিমানটি।
গোয়ালিয়ারের সিনিয়র পুলিশ অফিসার অমিত সংঘি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুটি দুর্ঘটনাই বিমান রানওয়েতে নামার সময় হয়েছে। তবে গোয়ালিয়ায় বিমানটিতে রেমডেসিভির ইঞ্জেকশনের চালানের কোনো ক্ষতি হয়নি। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।